আপনি কিভাবে চা তৈরি করবেন ?
চার কাপ চা তৈরি :
প্রথমে একটা পাতিলে দুই কাপ পানি আধা ঘন্টা গরম করবেন I তরপর পরিমান মতো অথবা দুই চামচ চা পানিতে দিবেন I
Photo by Maria Tyutina from Pexels
এরপর আপনি যদি কড়া চা পান করতে চান তাহলে আপনাকে সময় নিতে হবে কিন্তু আমি বেশি কড়া চা ভালো লাগে না I তরপর চা পানি ফুটা শুরু করলে আপনি চা কাপে ঢালবেন I এটি হয় গেলো লাল চা অথবা রো টি (ইংলিশ) I
লেবু চা:
এখন আপনি যদি লেবু চা তৈরি করতে চান তাহলে, লাল চা করার পর লেবু জুস একটু ঢালবেন I
তবে পরিমান মতো দিবেন কারণ সবার স্বাদ এক রকম না I এরপর তৈরি হলো লাল লেবুর চা I
আদা চা:
আর আপনি যদি আদা চা করতে চান তাহলে আপনাকে পরিমান মতো আদা জুস একটু ঢালবেন I
আদা চা খুবই দরকার কারণ ঠান্ডা কাশিই কমবে I যাইহোক, এবার তৈরী হলো লাল আদা চা I আঃহ! কি স্বাদ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন