আপনারা সবই আমাদের ওয়েবসাইট বুকমার্ক করবেন নতুন আপডেট পাওয়ার জন্য !

করোনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
করোনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৬ মার্চ, ২০২০

করোনা ভাইরাস চাপের মধ্যে বাংলাদেশ সরকার স্কুল বন্ধ করলো

আজ সকালে বাংলাদেশে শিক্ষামন্ত্রী দিপুমনি সাংবাদিকদের বলেন যা করোনা ভাইরাস এখন আর ছোট করে দেখা যাবে না তাই সতর্কমূলক জন্য স্কুল ও ইউনিভার্সিটি বন্ধ করলো কাল থেকে তবে আগামী ১৮ই থেকে ২৮শে মার্চ পর্যন্ত টানা ১০ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

তিনি শিক্ষামন্ত্রী বলেন, বলেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা মানে এই নয় যে তারা সব জাগিয়ে ঘুরে  বেড়াবে। জরুরি ভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে কারণ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যেন কোনো অবস্থাই করোনাভাইরাসের সংক্রমণ না হয় কোনো পরিবার।

তাই, অভিভাবকসহ সবাইকে সেইটা নিশ্চিত করতে হবে যার যার জায়গা থেকে।


source: icddr,b 


Robot Demonstration

শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

২৩ বাংলাদেশি দেশে পাঠাবেন ভারতের সরকার কোরানটিন থেকে


ভারতের এয়ারফোর্স সাহায্যে ২৩ বাংলাদেশিকে চীন থেকে দিল্লী আনে হয়েছিল ১৪ দিন আগে 
সেদিন ৭৬ ভারতীয় নাগরিক, ২ জন করে মিয়ানমার, চীনের, মালদ্বীপের ও একজন করে দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার ও যুক্তরাষ্ট্রের ছিলেন। ২৩ বাংলাদেশী ১৪ দিন কোরানটিন শেষ এখন নিরাপদ তাই ফেরত পাঠাবে ভারত সরকার। তাই আগামী শনিবার একটা বিশেষ বিমান দিয়া ২৩ বাংলাদেশিকে পাঠাবে ভারত I ইতঃমধ্যা, বাংলাদেশের সাথে যোযোগ বন্ধ করেছে ভারত মাত্র ৩০+ দিনার জন্য I 





Photo by Anna Shvets from Pexels

সন্ধ্যার পর থেকে বন্ধ বাংলাদেশিদের ভারত প্রবেশ ১৩ই মার্চ ২০২০

ডেস্ক রিপোর্ট : জীবন যাপন ঢাকা 

আজ ১৩ই মার্চ ২০২০ সন্ধ্যার পর থেকে বন্ধ বাংলাদেশিদের ভারত প্রবেশ নিষেধ করেছে ভারতীয় সরকার কিন্তু ভারতীয় ফেরত যাত্রী প্রবেশ করছে I তবে এখনো বাংলাদেশে প্রবেশ করছে ভারতীয়
পাসপোর্ট ধারিয়া I

আগামী এক মাস কেউ ভারতে প্রবেশ করতে পারবেনা তবে আগামী ১৩ই তারিখ পযন্ত এয়ারলিনেস অথবা আকাশ পথে আসতে পারবে কিন্তু অনন্ত কালার জন্য ভারতীয় ভিসা বন্ধ রাখছে I

বাংলাদেশে চিকিৎসা অনেক খারাপ বলে বাংলাদেশিরা সবসময় ভারতে যায় I  তবে ভারতীয়া মনে করছে বাংলাদেশেরও করোনা ভাইরাস ছড়াতেও পারে ভারতে যেকোনো সময় তাই এই পদক্ষেপ I

ইতিমধ্যে অনেক ভারতীয় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে তাই এই পদক্ষেপ I বাংলাদেশ এখনো ভারতীয়দের ভিসা দিচ্ছে I করোনা জন্য ভারত এখন কঠিন পদক্ষেপ নিচে এমন কি বন্ধু দেশ গুলোতে কঠোর নজর রাখছে যাতে ভারতীয়রা করোনা আক্রান্ত না হন I

সন্ধ্যার পর থেকে বন্ধ ভারত প্রবেশ
Image Credits

Creator: Parthajit Dasgupta

বুধবার, ১১ মার্চ, ২০২০

বাংলাদেশে চলে এসেছে করোনা ভাইরাস ?

                                                            করোনা ভাইরাস এখন বাংলাদেশে I তবে আতংক হওয়ার কিছু নাই I কারণ যারা বিদেশ থাকা এসেছে তারই অক্রোন্ত I তবে যদি সেই আক্রান্ত ব্যাক্তি সুস্থ মানুষের কাছে আসে তাহলে বিপদ I  এই পযন্ত মাত্র তিন জন মানুষ আক্রান্ত হয়েছে I এক জন এসেছে ইতালি থেকে তার কাছ থেকে আরেক জন সুস্থ মানুষের হয়েছে I আলাদা আরেক জন হয়েছে তিনিও ইতালি থেকে এসেছিলো কিছু সপ্তাহ আগে  I তথ্যের সূত্র আইইডিসিআর (বাংলাদেশ) I আপনি যদি ইরান, জাপান, সিঙ্গাপুর, ইতালি, ইত্যাদি দেশ থেকে ফিরে আসেন আর গলা ব্যথা অথবা জ্বর অথবা শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে দ্রুত যোগাযোগ করুন আইইডিসিআর (বাংলাদেশ) I

Photo by Kelly Lacy from Pexels

"এই পযন্ত ৩ জন বাংলাদেশী পজিটিভ করোনা হয়েছে তারা ইতালি থেকে এসেছে সূত্র আইইডিসিআর (বাংলাদেশ) তবে অনেক ব্যক্তিকে পৃথক্করণ করা হয়েছে I"

করোনাভাইরাস (কোবিদ-১৯) প্রাদুভাব রোধে জনসচেতনা মূলক তথ্যবলি I  



                                                Photo by Mumtahina Rahman from Pexels


করোনাভাইরাস সংক্রমণে ঝুঁকি রোধে করণীয় :


১. ঘন ঘন দুই হাত সাবান পানি দিয়া কমপক্ষে ২০ সেকেন্ড যাবৎ পরিষ্কার করুন I

২. যেখানে সেখানে কফ ও থুতু ফেলবেন না I  হাত দিয়া চোখ, মুখ ও নাক থেকে বিরত থাকুন I

৩. হাঁচিই-কাশির সময় টিসু অথবা কাপুর দিয়া বা বাহুর ভাজা নাক-মুখ আবরণ করে ফেলুন I ব্যবহৃত টিসু  ঢাকনা যুক্ত ময়লার পাত্রে ফেলুন ও পরিষ্কার করুন I

ভাইরাস এর যখন সমূহ: জ্বর, কাশি ও শাসকষ্ট I


ভাইরাস আক্রান্ত দেশ হতে আসার অথবা আক্রান্ত ব্যাক্তি সংস্পর্শে আসার ১৪ দিনের মধ্যে উপরে যেকোনো লক্ষণ দিলে :

নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন I
সুস্থ ব্যাক্তি হতে ৩ ফুট দুরুত্ব বজায়ে রাখুন I
আইইডিসিআর (বাংলাদেশ) যোগাযোগ করুন I 



বিঃদ্রঃ করোনাভাইরাস বিষয়ে তথ্য ইন্টারন্যাশনাল গাইড লাইন ফলো করে হয়েছে I জরুরি তথ্য গুলো শেয়ার করুন, কোন বিভ্রন্ত ছড়াবেন না I তথ্যেরতারিখ ৩/১১/২০২০ I কোন প্রবর্তন হলে নতুন আর্টিকেল আসবে I