বাঁধাকপির গাজর পাকোড়া
উপাদানগুলো ও তারপরিমান :
চালের গুঁড়া
লবণ পরিমাণ মতো
ডুবো ভাবে ভাজার জন্য পরিমাণ মতো বাটার
একটু বাদাম ও ঘি
গাজর পরিমাণ মতো
লালমরিচ-গুঁড়া পরিমাণ মতো
বেসন গুঁড়া
আধা কাপ থাই টেম্পুরা ফ্লাওয়া
বাঁধাকপির
পাতা
নিয়মাবলী :
বাঁধাকপির
পাতা লম্বা করে কেটে নিন।এরপর টেম্পুরার মাখাবেন বাটার ও বাঁধাকপির পাতা, পরিমাণ মতো, লালমরিচ-গুঁড়া পরিমাণ মতো , ১ চা-চামচ করে আদা ও রসুন বাটা, বেসন গুঁড়া, চালের গুঁড়া মাখিয়ে এরপর সুন্দর করা পাতার মতো তৈরি করুন । লবণের পরিমাণ ও স্বাদ মতো । এরপর ফ্রাইপেন ভালো ভাবে বাটার গরম করে সব গুলো ভাজা শুরু করুন একটু বাদাম ও
ঘি দিয়ে ।গোল্ডেন কালার হওয়ার পর পরিবেশন করুন বাঁধাকপির গাজর পাকোড়া ।
ঘি দিয়ে ।গোল্ডেন কালার হওয়ার পর পরিবেশন করুন বাঁধাকপির গাজর পাকোড়া ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন